বিসিএস পরীক্ষা বিমুখী করতে আমার কয়েকটি প্রস্তাব-
১। বিসিএস পরীক্ষা যেরকম অনিয়ম ও দুর্নীতি এবং প্রশ্নফাঁসমুক্ত হয়; ঠিক সেইভাবে অন্যান্য নিয়োগ পরীক্ষা নিশ্চিত করা। প্রায় দেখা যায় যে, বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে, তাই অনেক তরুণ বিসিএস মুখী হচ্ছে।
২। তরুণদের উদ্যোক্তা হতে উদ্বুদ্ধ করা এবং উদ্যোক্তা হতে সরকারি ও বেসরকারিভাবে সাহায্য-সহযোগিতা করা এবং মূলধনের যোগান দেওয়া।
৩। বিসিএস ক্যাডারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তাদের ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা।
৪। বিসিএস পরীক্ষায় কে কোন ক্যাডারে প্রথম হলো- এইসব বিষয় নিয়ে মিডিয়ার মাত্রারিক্ত মাতামাতি বন্ধ করা।
____ Gazi Mizanur Rahman
0 Comments
https://ashikthejellyfish.blogspot.com/2022/06/Janashakt%20-potrika-newspaper.html